একই আদর্শে উজ্জীবিত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ডুমুরিয়া উপজেলাধীন প্রত্যন্ত অঞ্চল থুকড়ায় সমবায় মনোভাবাপন্ন মানুষ যখন সমবায় ব্যাংকের কৃষিঋণ নির্ভর, মানুষ যখন ঋণ প্রাপ্তির প্রতিযোগিতায় সামিল ঠিক সেই সময় ১৯৮০ সালের ১ জানুয়ারী ৩ জন উদ্যোক্তা; যার প্রধান এমান আলী, এস এম গোলাম কুদ্দস ও এস এম মুস্তাকিম বিল্লার নেতৃত্বে ১৩ জন সমবায় সদস্য নিয়ে ১৩০ টাকা মূলধন সংগ্রহ করে ১৯৮৪ সালে “জনতা আদর্শ গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ” প্রতিষ্ঠা করা হয় যা সমবায় বিভাগ হতে ০৭/০৮/১৯৮৪ খ্রিঃ তারিখে নিবন্ধন প্রাপ্ত হয়। সমিতিটি গঠনের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে মহাজনী সুদ হতে মুক্তি দিয়ে নিজেদের ভাগ্য নিজেই পরিবর্তনের মূলমন্ত্রে উদ্দীপ্ত হয়ে সঞ্চয় সংগ্রহ করা এবং উৎপাদনশীল কর্মকান্ডে বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জন।
সমিতরি সদস্যদের এবং এলাকাবাসীকে বিভিন্ন আয়-বর্ধক ও উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করার জন্য নিম্নের প্রকল্পসমূহ চলমান আছে।